শুক্রবার, ৩১ জুলাই, ২০০৯

এমভি নন্দিতা

তুমি এসে ধাক্কা দিলে আমার পন্টুনে
ধ্বনি-প্রকম্পনে সমুদ্র ঈগলগুলো কেঁপে ওঠে
মোহনার জলমাখা গোপন বেদিতে
রৌদ্রগন্ধময় হাওয়া এসে খেলে

সমতল ফুঁসে আসা জল
পাটাতন ছুঁয়ে গেলে
যৌথ-যুগ্ম যে সৌন্দর্য জন্ম নেয়
তার কষাঘাতে হই আমিও ঈগল

কাঁপি, বিশাল তোমার দাহে

1 টি মন্তব্য:

  1. MV Nandita

    You stroke on my jetty
    And by the phonation
    All the sea-eagles trembled away
    Winds painted with sun play
    On the watery stage of the shore

    When those water hiking on the land
    Touches the deck
    The beauty that grows with our dichotomy
    Turns me into an eagle

    Then I shiver, as you burn!

    Translated by Amit Chakravarty

    উত্তরমুছুন