শুক্রবার, ৩১ জুলাই, ২০০৯

বরষা সাঁতার

মুহূর্ত চূড়ায় দাঁড়িয়ে আমাকে

আরো একবার বেঁচে যেতে হবে


জীবনে কেননা যত রোদ্দুর পথের পাশে

লতাঝাড়ে পুষ্প হয়ে ফোটে

তাদের সুগন্ধ নেয়া আজো বাকি রয়ে গেছে


আজো আমার মনের পাখির সাথে মিলিয়ে পার্শ্ব গলা

সুর করে পাখিশাস্ত্র অধ্যয়ন করাই হলো না

আমার গ্রামের গান সময় হলো না বলে

আজো দেখো গাওয়া-থোওয়া বাকি রয়ে গেছে

এমনকি বলতে পারি নি আজো ঘরের কথাও


আমি তো এখনো ভরা বরষায় তুঙ্গ যমুনায়

মাঝনদী সাঁতরিয়ে কূলে যেতে চাই


বিস্ময় কখনো যদি এর মাঝে

ডাক পাঠিয়ে জানায় যে আমাকে যেতে হবে

অন্যথা করব আমি কীসের বাহানা দিয়ে


যাবার বেলায় এই স্বপ্ন আমি কাকে দিয়ে যাব

কোন পটে এঁকে যাব অসমাপ্ত পাহাড়ের ছবি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন