শুক্রবার, ৩১ জুলাই, ২০০৯

জীবনপাঠ

পতনের পর দীর্ঘশ্বাস যতক্ষণ সম্ভাবিত

ততক্ষণ থাকা ভালো শুয়ে বা বসে ওই পতনাসনেই

ভেবে নেয়া ভালো খুব এ যাত্রার ভুলভাল

উঠে দাঁড়ানো মানেই তো আর বিজয় নিশ্চিত হওয়া নয়

ওঠারও রকমফের আছে


এক জীবনে মৌসুম আসে অনেকানেক খেলার

এবং সেটা অনেকানেক মাঠে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন