পতনের পর দীর্ঘশ্বাস যতক্ষণ সম্ভাবিত
ততক্ষণ থাকা ভালো শুয়ে বা বসে ওই পতনাসনেই
ভেবে নেয়া ভালো খুব এ যাত্রার ভুলভাল
উঠে দাঁড়ানো মানেই তো আর বিজয় নিশ্চিত হওয়া নয়
ওঠারও রকমফের আছে
এক জীবনে মৌসুম আসে অনেকানেক খেলার
এবং সেটা অনেকানেক মাঠে
চিরপুষ্প একাকী ফুটেছে (Solitary Bloom Perpetuates)। A Collection of Poetry in Bangla। প্রকাশক : অ্যাডর্ন। প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০০৯।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন